কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে চলমান এই সংঘর্ষ নিয়ে কথা বলছেন সাধারণ মানুষ। সহিংসতার পথ পরিহারের আহ্বান জানাচ্ছেন শিল্পীরাও। তেমনি একজন ‘কুঁড়েঘর’ ব্যান্ডদলের ভোকাল ও ইনফ্লুয়েন্সার তাসরিফ খান।
চলমান সময়ে সহিংসতা নিয়ে এই তরুণ বলেন,“একসময় আমরা ছোট ছিলাম। এলাকার সবাই মিলে সারাদিন একসাথে খেলতাম। সন্ধ্যায় কারেন্ট গেলেও দৌড়ে বের হয়ে যেতাম। কোন একজন খেলার সাথী একবেলা অনুপস্থিত থাকলে আমরা সবাই মিলে বাসায় গিয়ে খোঁজ নিতাম। কেউ কোন অসুবিধায় পড়লে বা অসুস্থ থাকলে খুব মন খারাপ হতো, কস্ট পেতাম। তখন আমরা মানুষ ছিলাম, আমাদের একটা সুন্দর মন ছিল। তখন কোন আন্দোলন, ছাত্রলীগ,ছাত্রদল, পুলিশ বা ক্ষমতা বুঝতাম না। তারপর একদিন আমরা বড় হয়ে গেলাম। এতো বড় হয়ে গেলাম যে ধর্মের আগে, দলের আগে , আন্দোলনের আগে, ছাত্রলীগ-ছাত্রদল বা পুলিশের আগে আমরা যে মানুষ সেটাই ভুলে বসলাম।”
সবার উদ্দেশে এই গায়ক লিখেন,“আল্লাহর দোহাই লাগে মানুষ হয়ে মানুষ মারবেন না, হোক সে আন্দোলনকারী, পুলিশ, ছাত্রলীগ বা ছাত্রদল যে ই হোক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।”
তাসরিফের দেয়া সেই স্ট্যাটাসটি এক ঘণ্টার কম সময়ে ছড়িয়ে যায় সোশাল মিডিয়ায়। যেখানে মাত্র ৫০ মিনিটে রিয়েকশান দিয়েছেন প্রায় লাখ খানেক মানুষ। মন্তব্য এসেছে প্রায় ৫ হাজার, সেই সাথে স্ট্যাটাসটি শেয়ার হয়েছে ২ হাজারের বেশী!









