টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে অস্ট্রেলিয়ার সঙ্গে জয় পায়নি বাংলাদেশ। তাতে সেমিফাইনালের পথ বেশ কঠিন হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দলের। সামনে বাকি আরও দুই ম্যাচ। সেমিতে যেতে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশকে। কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও আশাবাদী বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ও পেসার তাসকিন আহমেদ।
অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার টাইগারদের মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই।
সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়নি জানিয়ে তাসকিন বলেছেন, ‘অবশ্যই আমাদের এখনও সুযোগ রয়েছে। এখানে উইকেট বেশ ভালো। ম্যাচটি আমদের জন্য কঠিন হবে, তবে এখনই আশা হারাচ্ছি না। আমরা যদি দুইটার মধ্যে দুইটাই জিততে পারি, তাহলে আমাদের সেমিফাইনাল খেলার সুযোগ থাকবে।’
‘এমনকি এই ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে গিয়ে আমরা ১ পয়েন্টও পাই, তাহলেও শেষ ম্যাচে সুযোগ থাকবে। শেষ ম্যাচটা আমরা হেরেছি কারণ, আমাদের অল্প রানের সংগ্রহ ছিল। তারাও আগ্রাসী ব্যাটিং করেছে। আমরা আশাবাদী, পরের ম্যাচটি জিততে পারলে গল্পটি ভিন্ন হবে।’









