ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড দামে বিক্রি হয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। প্রথমবার কলকাতা নাইট রাইডার্সে নাম লেখালেন, তাকে ৯ কোটি ২০ লাখ রুপি কিনেছে দলটি। মোস্তাফিজের দিনে বাংলাদেশের অন্য খেলোয়াড়দের কপাল খোলেনি।
বিডের তালিকায় ১০০ জন ক্রিকেটারের পর নাম তোলা হয় তাসকিন আহমেদের। এর আগে ফিজ ছাড়া ছিল না বাংলাদেশি আর কোন ক্রিকেটারের নাম। মোস্তাফিজকে কেনার পর নাম ওঠে তাসকিন আহমেদের। ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতে অবিক্রিত থাকেন গতিতারকা।
এবারের নিলামে নাম ছিল বাংলাদেশের সাত ক্রিকেটারের। তারা হলেন তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তবে এবারই প্রথম আইপিএলের নিলামে নাম নেই সাকিব আল হাসানের।
সাত খেলোয়াড়ের মধ্যে দুজনের নাম নিলামে উঠলেও বাকিদের নামই ওঠেনি নিলামে। রিশাদ, তাসকিন, নাহিদ, শরিফুল, তানজিম ছিলেন ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যের তালিকায়। রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।









