ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। গতকাল রাতে এ দুই পেসারের দুই দল দুবাই ক্যাপিটালস ও শারজাহ ওয়ারিয়র্স মুখোমুখি হয়েছিলেন একে অপরের। সেখানে জয় পেয়েছেন মোস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় দুবাই ক্যাপিটালস। আগে বল করা মোস্তাফিজুর রহমান তার ৪ ওভারের কোটা পূরণ করেছেন। ২৭ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট যেখানে ১০টি ডটবল ছিল।
মোস্তাফিজের পর বল হাতে শারজাহ ওয়ারিয়র্সের তাসকিন তার ৪ ওভারের কোটা পূরণ করতে পারেননি। ৩.১ ওভার বল করে ২৯ রান দিয়ে নেন একটি উইকেট। তাসকিনও মোট ১০টি ডটবল দিয়েছেন। যদিও শেষ হাসি হেসেছেন মোস্তাফিজুর রহমান।
শারজাহ ওয়ারিয়র্স দুবাইতে আগে ব্যাট করতে নেমে জনসন চার্লসের সর্বোচ্চ ৪৩ রানের উপর ভিত্তি করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে। জবাবে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জর্ডান কক্সের অপরাজিত ৬১ রান এবং শায়ান জাহাঙ্গীরের ৫১ রানের সুবাদে সহজে জয়ের বন্দরে নোঙর করে দুবাই ক্যাপিটালস।
এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে দুবাই ক্যাপিটালস। অন্যদিকে ৯ ম্যাচে ছয় হার নিয়ে ৬ পয়েন্টে তালিকার ছয়ে অবস্থান করছে শারজা ওয়ারিয়র্স।









