ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগ (আইএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। আগামীকাল শুক্রবার মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এ আসরে খেলার জন্য দেশের পথে রওনা হয়েছেন তারকা দুই পেসার।
বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তাসকিন আহমেদ। ওই ছবিতে একসাথে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে একসাথে প্লেনে বসা দেখা যাচ্ছে। দুজনই দেশের পথে রওনা হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে তাসকিন লিখেছেন, ‘আইএলটি-টুয়েন্টি লিগ খেলে মোস্তাফিজুর রহমানের সাথে দেশে ফিরে যাচ্ছি। এবং সত্যিই শারজাহ ওয়ারিয়র্সকে ধন্যবাদ জানাই তাদের দুর্দান্ত আতিথেয়তার জন্য। আপাতত বিপিএলের জন্য অপেক্ষা করছি।’
ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগের আসর এখনও শেষ হয়নি। মোস্তাফিজুর রহমান খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে এবং তাসকিন খেলছেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। দুবাইয়ের হয়ে মোস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন ৮ ম্যাচ, নিয়েছেন ১৫ উইকেট যা সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকার দুইয়ে। তাসকিন ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়ে তালিকার দশে আছেন।









