বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আলো ছড়াচ্ছেন মোস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে টাইগার পেসারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজের জাতীয় দল সতীর্থ তাসকিন আহমেদ বলেছেন, মোস্তাফিজের দাম ১৮ কোটি উঠলেও অবাক হওয়ার মত ছিল না। তার মতে, ‘বিশ্ব ক্রিকেটে মোস্তাফিজ একজন পরীক্ষিত খেলোয়াড়।’
বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। সোমবার সিলেটে দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন টাইগার পেসার। সেখানে মোস্তাফিজকে নিয়ে এমন মন্তব্য করেন তাসকিন।
বলেছেন, ‘এটা তো দেখতেই পারছেন। ফিজ বিশ্ব ক্রিকেটে একজন পরীক্ষিত খেলোয়াড়। ও যদি ৯ কোটির জায়গায় ১৮ কোটিও পেতো, এটাও অবাক হওয়ার কিছু হতো না। কারণ ও এটার প্রাপ্য। আইপিএলেও অনেক ম্যাচ খেলেছে, ভালো করে দেখিয়েছে। আইএল টি-টুয়েন্টিতে তো দুর্দান্ত খেলেছে। এটা আসলে আমাকে অবাক করে না। আমি মনে করি ফিজ আরও বেশি ডিজার্ভ করে। আশা করছি, এভাবে যদি হতে থাকে আমাদের সব খেলোয়াড়দেরই কদর বাড়বে।’
তাসকিনের মতে ভালো লিগে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে পারলে তা ভবিষ্যতের জন্য ভালো হবে। বলেছেন, ‘ফিজ যা শিখছে, আমি যা শিখলাম, রিশাদ যা শিখবে, এটা ভবিষ্যতে আমাদের বাংলাদেশ দলেও প্রভাব রাখবে। কিছুটা হলেও, ৫% হলেও উন্নতি আসবে।’









