ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টিতে সিরিজ জিততে দারুণ ভূমিকা রেখেছেন ডানহাতি স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। প্রথম ম্যাচে তার ক্যারিয়ারসেরা বোলিংয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও দারুণ ভূমিকা রেখে আইসিসির হালনাগাদ করা সবশেষ র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা উন্নতি হয়েছে।
মেহেদী একলাফে ১৮ ধাপ উন্নতি করেছেন, বর্তমান তার অবস্থান ২৩ এ। মেহেদীর সাথে উন্নতি করেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদও। দুই ধাপ উন্নতি করে তাসকিনের অবস্থান এখন ১৮ তে।
তবে বোলিংয়ে অবনতি হয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। দুই ধাপ অবনতিতে মোস্তাফিজের বর্তমান অবস্থান ১৯ এ। বাংলাদেশের কাছে সিরিজ হারলেও তিন ধাপ উন্নতি করে প্রথমবার এক নাম্বারে উঠেছেন উইন্ডিজদের স্পিনার আকিল হোসেন।
বোলিংয়ে উন্নতি করলেও টি-টুয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের কেউ সেরা ২০ এর মধ্যে নেই। ছয় ধাপ পিছিয়ে ৩০ এ অবস্থান করছেন তাওহিদ হৃদয়। টেস্ট ব্যাটিংয়েও সেরা ৩০ এর মধ্যে নেই বাংলাদেশের কোনো ব্যাটার। ৩৩ এ মুশফিক এবং ৩৫ এ অবস্থান করছেন লিটন দাস।
টেস্টের বোলিং র্যাঙ্কিংয়ের সেরা ২০ এ বাংলাদেশের কোনো বোলারও নেই। ২১ এ অবস্থান করছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া ২৭ এ আছেন মেহেদী মিরাজ। তবে টেস্ট অলরাউন্ডাদের তালিকার দুইয়ে মেহেদী মিরাজ ও চারে আছেন সাকিব আল হাসান।









