আইএল টি-টুয়েন্টিতে ভালো বোলিং করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে বল হাতে শারজাহ ওয়ারিয়র্সকে ভালো সূচনা এনে দেন। প্রথম ৩ ওভারে ১৬ রানে ২ উইকেট নিলেও নিজের শেষ ওভারে ছন্দ হারান টাইগার তারকা। তবে তার দল ওয়ারিয়র্সকে ১৩৫ রানের লিড দিতে পেরেছে নাইট রাইডার্স।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় শারজাহ অধিনায়ক। শুরুর ওভারে উইকেট এনে দেন তাসকিন। পরের ওভারে আরও এক উইকেট তুলে নেন ডানহাতি পেসার। শেষ ওভারে বল করতে এসে চার ছক্কা হজম করে ২৫ রান দিয়েছেন। ৪ ওভারে ৪১ রান খরচায় নেন ২ উইকেট।
ব্যাটিং বিপর্যয়ে পড়লেও নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩৪ রান তোলে নাইট রাইডার্স। সর্বোচ্চ ৪৪ রান আসে শেরফান রাদারফোর্ডের ব্যাট থেকে। ২৪ রান করেন উন্মুক্ত চাঁদ। এছাড়া শেষদিকে ১৮ রান করেন আন্দ্রে রাসেল ও ১৪ রান করেন জেসন হোল্ডার।
শারজাহর হয়ে ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। তাসকিনের সাথে ওয়াসিম আকরাম নেন ২টি করে উইকেট। এক উইকেট পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস।









