রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে নামার আগে সাকিব আল হাসানকে ছুঁতে তাসকিন আহমেদের প্রয়োজন ছিল কেবল একটি উইকেট। ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে সাকিবকে স্পর্শ করেন টাইগার পেসার। এরপর আরও একটি উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে গেলেন। বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের মালিক এখন দুর্বার রাজশাহীর তাসকিন।
বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডটা এতদিন ছিল সাকিব আল হাসানের। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। তাকে ছাড়িয়ে যেতে তাসকিনের লাগল কেবল ১১ ম্যাচ। রংপুরের বিপক্ষে ২ উইকেট নিয়ে তাসকিনের উইকেট সংখ্যা ২৪টি। আসরে ন্যূনতম আরও একটি ম্যাচ খেলা বাকি আছে রাজশাহীর। প্লে-অফে কোয়ালিফাই করতে পারলে ম্যাচ সংখ্যা বাড়বে আরও। তাতে আরও এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাসকিনের সামনে।
রোববার শের-ই-বাংলায় রংপুর ওপেনার স্টিভেন টেইলরের উইকেট নিয়ে রেকর্ডটি স্পর্শ করেন তাসকিন। পরে রকিবুল হাসানকে এলবিডব্লিউ করে পা রাখেন নতুন উচ্চতায়।
বিপিএলে এক আসরে ২২ উইকেট নেয়ার নজির আছে ছয়টি। সেখানে আছেন তাসকিনও। ২০১৯ বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন টাইগার তারকা।
ম্যাচে রংপুরকে ২ রানে হারায় রাজশাহী। আগে ব্যাটে নেমে ৯ উইকেটে ১১৯ রান তোলে দলটি। পরে ৮ উইকেটে ১১৭ রানে রংপুরের ইনিংস।









