বিপিএলের গত আসরে ঢাকার হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ। চলতি আসরেও খেলবেন ঢাকার জার্সিতেই। দলের পেস ইউনিটকে নেতৃত্ব দেয়া তারকাকে এবার দেখা যাবে দুর্দান্ত ঢাকার সহ-অধিনায়কের ভূমিকায়। তবে আরও বড় স্বপ্ন দেখছেন তাসকিন। সুযোগ পেলে নেতৃত্ব দিতে চান বাংলাদেশ জাতীয় দলেরও।
শুক্রবার দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। বৃহস্পতিবার দুপুর বারোটায় অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন জানান তাসকিন।
ভবিষ্যতে জাতীয় দলের নেতৃত্ব দেয়ার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নে ঢাকার সহ-অধিনায়ক তাসকিন বললেন, ‘অবশ্যই। কেন না, সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে একসময়।’
এবারের বিপিএলে ঢাকার হয়ে ভালো করার স্বপ্ন দেখছেন তাসকিন। তরুণদের উপরও ভরসা রাখছেন। বললেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছে, মোসাদ্দেক আছে, আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়ত অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে অনেক সময় সঠিক সময়ে পাওয়া যাবে না। যে দলটা আছে এটাই যদি গুছিয়ে, ইউনিটি নিয়ে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে।’
বোলিংয়ের মূল বিষয়গুলো ঠিকঠাক রেখে দলের জয়ে অবদান রাখতে চান তাসকিন, ‘আসলে টি-টুয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে, পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সবসময়। তাছাড়া বলে অনেক সময় অনেককিছু হয় না। কালকে থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হবে, লক্ষ্য থাকবে একই জিনিসে, আরেকটা নতুন সিজন শুরু হচ্ছে সবসময় একই খেলা শুধু নামটা বিপিএল। সবসময় চাপ থাকে খেলার মাঝে।’
‘নতুন কিছু না, নিজের যে শক্তির জায়গা আছে সেটা যদি কার্যকর করতে পারি। দিন শেষে আসলে ফলাফলটাই কাউন্ট হবে কতটুকু ভালো পারফরম্যান্স করতে পারি। বেসিকগুলো ঠিক রেখে আরও শার্প করে আমার পারফরম্যান্সটা যেন দলের জন্য ইফেক্টিভ হয়।’







