শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ৭৭ রানে পরাজয় দেখেছে বাংলাদেশ। রানতাড়ায় নেমে শুরুটা ভালোই ছিল, ধস নামে ১০০ রান থেকে। ১০৫ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসে মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচ থেকে ছিটকে যায় টিম টাইগার্স। ব্যাটিং ধসের সময় ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলেন তাসকিন আহমেদ। কফি খেতে না খেতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ২৪৪ রানে লঙ্কানদের থামায় বাংলাদেশ। জবাবে ১৬৭ রানে থামে টাইগারদের ইনিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন তাসকিন। জানান কফি-টাইম অভিজ্ঞতা।
বলেছেন, ‘এটা আমাকে মনে করিয়ে দেয় যে, ক্রিকেটে কিছু অনিশ্চয়তা আছে, আমি আশা করিনি, কারণ ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাতই ৫ উইকেট পড়ে গেল। কিন্তু আশা করি, আমরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরব। সবাই ভুল থেকে শেখে, কিন্তু এটা ভালো লাগেনি।’
প্রথম উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিম মিলে যোগ করেন ৭১ রান। দুই সেট ব্যাটারের উইকেট হারানোয় কিছুটা প্যানিক হয়ে গিয়েছিল টিম টাইগার্স। তারকা পেসার বললেন, ‘আসলে একটা ওভারে ২ জন সেট ব্যাটার আউট হয়ে যাওয়াতে হয়ত কিছুটা প্যানিক হয়েছিল। তখন দেখা গেছে, চাপের মধ্যে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে, একটু অপ্রত্যাশিত ছিল। কারণ আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি, এতটাও বাজে টিম আমরা না।’
দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তাসকিন শোনালেন আশার কথা. ‘সবার ক্যাপাবিলিটি আছে, অপ্রত্যাশিত এই ধসের জন্যই হেরে গেলাম, কিন্তু আমরা আশা করছি, দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা এবং সামনে ভালো জয় নিয়ে আসব, কারণ স্বপ্ন দেখা ছাড়া তো এগোনো যাবে না, প্রতিদিন আমরা অনেক কঠোর পরিশ্রম করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া রাখবেন।’









