টানা ৬ ওয়ানডেতে হারের পর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা খুব একটা কঠিন হতো না। ভালো শুরুর পর ৫ রানের মধ্যে ৭ উইকেট খুইয়ে লঙ্কানদের কাছে ৭৭ রানে হেরে গেছে টিম টাইগার্স। টানা ৭ ম্যাচে হারের পর তাসকিন আহমেদ জানালেন, দ্রুতই খারাপ সময় থেকে বের হতে চান তারা।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ২৪৪ রানে লঙ্কানদের থামায় বাংলাদেশ। জবাবে ১৬৭ রানে থামে টাইগারদের ইনিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানান, ধারাবাহিক পরাজয় থেকে বেরিয়ে আসার কথা।
‘হয়ত বেশ কিছুদিন ধরে আমরা বলে আসছি যে, ট্রানজিশন পিরিয়ড চলছে। কিন্তু একটু সময়ও নিচ্ছে। আশা করছি দ্রুত, এখান থেকে বের হয়ে আসতেই হবে। অন্যথায় আর কোন উপায় নেই। এটা থেকে বের হয়ে আসব আমরা। এটার জন্য অনেক কাজ করছি, সবাই অনেক কষ্ট করছে। আশা করছি আপনারাও পাশে থাকবেন, দোয়াও রাখবেন আমরা যেন দ্রুত এই সময়টা কাটিয়ে আসতে পারি ইনশাআল্লাহ।’
লম্বা সময় ধরে পরাজয়ের বৃত্তে থাকা টিম টাইগার্সের সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাসকিন জানালেন, গেম অ্যাওয়ারনেস বা মানসিকতার দিক থেকে পিছিয়ে আছে বাংলাদেশ।
বলেছেন, ‘সামর্থ্যের কথা যেটা বলছেন, এটাও বুঝতে হবে আমাদের যে পাইপলাইন আছে সবমিলিয়ে আমার মনে হয় এই ১৫-২০ জন আমাদের সেরা। হ্যাঁ, আমরা এটা নিয়েই এগোচ্ছি। হয়ত আমাদের বোলিং-ব্যাটিং সবমিলিয়ে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মানসিকতার দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে বিশ্ব ক্রিকেটের অন্যান্য দলের থেকে, বিশেষ করে ভালো দলের থেকে। এই জায়গাগুলোতে আমরা উন্নতি করার যথেষ্ট চেষ্টা করছি পরিবেশ, সংস্কৃতি সবমিলিয়ে।’
লঙ্কানদের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন টাইগার পেসার। বলেছেন, ‘আমি নিশ্চিত সমর্থক যারা আছেন তারা সবসময় চান আমরা ভালো করি। আমরাও চাই ভালো করতে। আমি নিশ্চিত প্রত্যেকটা খেলোয়াড় যখন এরকম ফলাফলের পর রুমে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না, খারাপ লাগবে। আমরা চেষ্টা করছি আর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি যে, দুর্ভাগ্যজনকভাবে সহজ ম্যাচটা হেরে গেছি। আশা করছি দ্রুতই সব সমস্যা কাটিয়ে উঠব এবং সামনে ভালো জয় উপহার দেব।’









