পাওয়ার প্লে’তে ভালোই রান তুলেছিল ইংল্যান্ড। সপ্তম ওভারে সাকিবের আঘাতে ৫০ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। পরে ৭ রানে আরও দুই ব্যাটারকে হারায় সফরকারী দল। টাইগার বোলারদের দাপটে মিরপুরে একরকম ধুঁকছে জস বাটলার বাহিনী।
টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার ছোট সংস্করণের সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। অধিনায়ক সাকিবের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে লড়ছেন বোলার-ফিল্ডাররা। পাওয়ার প্লে’তে দুর্দান্ত ফিল্ডিংয়ের পাশাপাশি ইংল্যান্ডের এক ব্যাটারকে ফিরিয়ে দেন তাসকিন। সপ্তম ওভারে আরেকজনকে ফিরিয়ে দেন সাকিব নিজেই। তারপর তোপ দাগেন মিরাজ ও হাসান।
রোববার মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৮৪ রান। ১৬ বলে ১৭ রানে ব্যাট করছেন বেন ডাকেট, সঙ্গী স্যাম কারেন ১২ বলে ১০ রানে ক্রিজে।
আক্রমণে এসে ১৯ বলে ২৫ রান করা ফিল সল্টকে নিজের ক্যাচেই ফিরিয়েছেন সাকিব। উইকেট তোলার সপ্তম ওভারটিতে কেবল এক রান দেন অধিনায়ক।
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং লাইনআপে পরিবর্তন এনেছে সফরকারী দল। জস বাটলারের পরিবর্তে ওপেনিংয়ে ফিল সল্টের সঙ্গী হন ডেভিড মালান। মালান ফেরার পর তিনে ব্যাটে আসেন অলরাউন্ডার মঈন আলী।
তৃতীয় ওভারের দ্বিতীয় বলে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন তাসকিন। বাউন্ডারি লাইনে হাসান মাহমুদের ক্যাচ হন ডেভিড মালান। ৮ বলে ৫ রান করে যান ইংলিশদের মারকুটে ব্যাটার।
সপ্তম ওভারে ৫০ রানের সময় আঘাত হনেন সাকিব। ফেরান সল্টকে। পরের ওভারে মঈন আলীকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১৭ বলে ১৫ রানের ইনিংস খেলেন ইংলিশ অলরাউন্ডার।
৫ বল পর ৫৭ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারী দল। বাটলারকে বোল্ড করেন হাসান মাহমুদ। ৬ বলে ৪ রান করে যান বাটলার।







