মালদ্বীপের রাজধানী মালে শহরের দিল্কুশা গোলহি এলাকায় টাস্কফোর্সের অধীনে পরিচালিত বিশেষ রেইড অপারেশনে চারটি আবাসন ব্লকে বিস্তৃত তল্লাশি চালানো হয়েছে। এ সময় সন্দেহজনক কর্মকাণ্ড ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৮ জন বিদেশিকে আটক করা হয়। পরে তাদের মালদ্বীপ ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়।
অবৈধভাবে পরিচালিত আবাসন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং সন্দেহজনক শ্রমিক কার্যক্রমের অভিযোগে রোববার (৭ ডিসেম্বর) এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের পরে টাস্কফোর্স জানিয়েছে, নিরাপত্তা বিধি লঙ্ঘন করে নোংরা ও অস্বাস্থ্যকর ঘরে বহু বিদেশি শ্রমিক বসবাস করছেন। তাদের অনেকেই ডেলিভারি সেবার সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
অভিযানের দ্বিতীয় ধাপে, একই এলাকায় ‘গাওয়াাইদা হিলাফাহ’ নামক একটি প্রতারণা চক্রের লুকানোর স্থান আছে- এমন অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত তল্লাশি চালানো হয়।
টাস্কফোর্স আরও জানিয়েছে, রাজধানীর আবাসন এলাকা, অবৈধ শ্রমিক নেটওয়ার্ক ও অপরাধচক্র নির্মূলে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









