বুদাপেস্টের ইংরেজিভাষী স্ট্যান্ড-আপ কমেডি অঙ্গনে উল্লেখযোগ্য আলোড়ন তুলেছে বাংলাদেশের তরুণ তাসিফ পারভেজ প্রতিষ্ঠিত ‘হট পাপরিকা কমেডি’। জনপ্রিয় অভিনেতা ও আবৃত্তিশিল্পী হট পাপরিকা কমেডির পুত্র তাসিফ বর্তমানে ইউরোপের কমেডি সার্কিটে দ্রুতই পরিচিত নাম হয়ে উঠছেন।
২০১৯ সালে স্টিপেনডিয়াম হাঙ্গারিকুম স্কলারশিপ নিয়ে হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য আসেন তাসিফ। তিন বছর পর, ২০২২ সালের জানুয়ারিতে ব্রিটিশ নির্বাহী রুপার্ট স্লেডকে সঙ্গে নিয়ে তিনি ‘হট পাপরিকা কমেডি’ উদ্যোগটি শুরু করেন। শুরুটা ছোট হলেও, অল্প সময়েই এটি বুদাপেস্টের রাতের বিনোদনজগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
বর্তমানে ‘হট পাপরিকা’ সপ্তাহে পাঁচটি নিয়মিত শো আয়োজন করে, আর প্রতিটি শোতেই থাকে দর্শকদের ব্যস্ত ভিড়। প্রায় ২০ জন কমেডিয়ান নিয়ে গড়া এই প্ল্যাটফর্মের দর্শকদের ৪০ শতাংশ হাঙ্গেরিয়ান এবং ৬০ শতাংশ বিদেশি—যা এর বৈচিত্র্য ও জনপ্রিয়তার বড় প্রমাণ।
হাঙ্গেরিয়ান ও বিদেশিদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করাই এই কমেডি প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য। এখানকার কমেডিয়ানরা হাঙ্গেরির দৈনন্দিন জীবনযাপন, রাজনীতি থেকে শুরু করে অভিবাসী হিসেবে বিচিত্র অভিজ্ঞতা—সবকিছু নিয়েই মজাদার রসিকতা উপস্থাপন করেন। ফলে স্থানীয় ও প্রবাসী, উভয় গোষ্ঠীর কাছেই শোগুলো সমানভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে।
তবে সাফল্যের পাশাপাশি তাসিফের ব্যক্তিগত জীবনে রয়েছে চ্যালেঞ্জও। ভিসা-সংক্রান্ত জটিলতা ও কঠোর অভিবাসন আইনের কারণে এবং স্ত্রীর ভিসা না পাওয়ায় নিজের পরিবারকেও সময় দিতে পারছেন না। তবুও তিনি বিশ্বাস করেন, ‘হট পাপরিকা কমেডি’ এখন শুধু বিনোদনের জায়গা নয়—এটি বহু সংস্কৃতির মানুষের জন্য একটি ঐক্যবদ্ধ কমিউনিটি, যেখানে একে অপরের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ তৈরি হয়েছে।
সম্প্রতি এক সংকট কাটিয়ে আবারও নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে ‘হট পাপরিকা’। এখন তারা বুদাপেস্টের বাইরে পেচ ও ডেব্রেসেনের মতো ছোট শহরেও শো করছে—যা প্ল্যাটফর্মটির সম্ভাবনা ও বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।









