বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ। ১৯৬৫ সালে তিনি জন্মগ্রহণ করেন। বিএনপি নেত্রী খালেদা জিয়ার কারাগারে যাওয়ার পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
আজ (২০ নভেম্বর) বুধবার তারেক রহমানের ৬০তম জন্মদিন হলেও ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কারণে তিনি এ বছর তার জন্মদিন পালনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন, এবং নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
১৯৮৮ সালে ২২ বছর বয়সে তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে দল যোগ দেওয়ার আগে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব করা হয়, এবং ২০০৯ ও ২০১৬ সালে সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন।
তারেক রহমান ১৯৯৪ সালে ডা. জুবাইদা রহমানকে বিয়ে করেন, এবং তাদের একমাত্র মেয়ে জায়মা রহমান সম্প্রতি কুইনমেরি ইউনিভার্সিটি থেকে আইন শাস্ত্রে ল’ ডিগ্রি সম্পন্ন করেছেন। ২০১৮ সালে খালেদা জিয়ার কারাগারে যাওয়ার পর থেকে তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি দলীয় কর্মকাণ্ডে অংশ নেন।









