বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হওয়া ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি।
তিনি বলেন, শনিবার নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেদিনই ভোটার হওয়া, ন্যাশনাল আইডি কার্ডসহ যা আছে, তা তিনি ২৭ তারিখেই করবেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের আগামী বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা। তিনি ঢাকায় ফেরার পর তার দল তাকে ব্যাপক অভ্যর্থনা জানানোর পরিকল্পনা নিয়েছে। ২০০৮ সাল থেকে তিনি রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে অবস্থান করছেন।
গত ১২ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন যে, ‘সবকিছু ঠিক থাকলে’ ২৫শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। পরে তারেক রহমান নিজেও লন্ডনে এক অনুষ্ঠানে বক্তব্যের সময় তা নিশ্চিত করেন।
এর মধ্যেই তার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা রয়েছে।









