বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর রাজধানীর বনানীতে অবস্থিত কবর জিয়ারত করেন। তার সঙ্গে ছিলেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) বনানীস্থ সমাধিস্থলে পৌঁছে কবর জিয়ারত করেন।
এরআগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজধানীর ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে জাতীয় ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন তিনি।
এদিন আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তুলে ও আঙুলের ছাপ (বায়োমেট্রিক) প্রদান করে ভোটার নিবন্ধনের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারেক রহমান। এর আগে তিনি অনলাইনের মাধ্যমে ভোটার হওয়ার আবেদন করেছিলেন।
ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন করে তিনি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের উদ্দেশে রওনা হন। এসময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।









