ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ (২৯ ডিসেম্বর) সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, নতুন প্রজন্মের ভোট বিএনপির পক্ষেই যাবে। নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, তারেক রহমান নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।
এর আগে রোববার ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। একই দিনে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।









