বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’ এর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রে স্বাক্ষর করেছেন।
রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫, আজ সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে সংশ্লিষ্ট আসন দু’টির দলীয় সমন্বয়কদের সাথে নিয়ে এই স্বাক্ষর করেন তারেক রহমান।
বগুড়া ৬ (সদর) আসনে স্বাক্ষরিত মনোনয়ন পত্র এই নির্বাচন সমন্বয়কারী বগুড়া জেলা বিএনপির সভাপতি বগুড়া পৌর সভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশার কাছে হস্তান্তর করেন তারেক রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি জনাব হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক আবু হাসান।
সোমবার বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জেলা বিএনপির নেতারা তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করবেন।









