বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক রাজনৈতিক পর্যায়ের এবং তা মূলত সরকারের কার্যকারিতা ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার ওপর নির্ভর করছে।
আজ (৭ অক্টোবর) মঙ্গলবার প্রকাশিত ওই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করবে আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার এবং স্বচ্ছ, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করা তাদের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি, তারা এই দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করবেন। সম্পর্কের উষ্ণতা বা শীতলতা মূলত এখানেই নির্ভর করবে।
লন্ডনে ড. ইউনুসের সঙ্গে বৈঠক ও আলোচনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, সৌজন্যমূলক বৈঠকে আমরা দেশের মানুষের জন্য সম্ভাব্য পদক্ষেপ ও পরিকল্পনা নিয়ে কথা বলেছি। নির্বাচনের বাইরে সরকারের পরিচালনা বা রাজনৈতিক বিষয়েও কিছু আলোচনা হয়েছে।
নির্বাচন সংক্রান্ত সময়মতো রোডম্যাপ না থাকার কারণে জনমনে সৃষ্ট সন্দেহের প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে নির্বাচন সংক্রান্ত কোন নির্দিষ্ট সময়সূচি না থাকার কারণে অনেকের মনে সন্দেহ ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনুস রোডম্যাপ ঘোষণা এবং পরবর্তীতে দৃঢ় অবস্থান গ্রহণ করার পর এই সন্দেহ ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তারা দৃঢ় থাকবেন এবং বক্তব্য ও কাজে সঙ্গতিপূর্ণ থাকবেন, ততই জনমনে সন্দেহ দূর হবে।
গত এক বছরের অন্তর্বর্তী সরকারের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, একটি দেশ পরিচালনা অত্যন্ত জটিল বিষয়। বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বড় দেশ, তাই একটি শক্তিশালী রাজনৈতিক সরকারের প্রয়োজন। নির্বাচনের বাইরে অন্তর্বর্তী সরকার বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা চেষ্টা করেছেন, সব ক্ষেত্রে সফলতা সীমিত হলেও তাদের প্রচেষ্টা স্বাভাবিকভাবে প্রশংসনীয়।
তারেক রহমানের মতে, অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু কার্যক্রম এবং তাদের ওপর জনগণের আস্থা দেশের রাজনৈতিক পরিবেশকে স্বাভাবিক ও স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









