বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ নিতে ভোটার নিবন্ধন আবেদন করবেন আজ।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার নিবন্ধন আবেদন করতে নির্বাচন কমিশনে যাবেন তিনি। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন, শনিবার ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের অফিস খোলা থাকবে। ওই দিনই ভোটার হওয়া, ভোটার আইডি ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করবেন তারেক রহমান।
এদিকে ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলবে। তবে তারেক রহমান এখনো নির্বাচন কমিশনে আবেদন করেননি বলেও জানান তারা।
বিএনপি সূত্র জানিয়েছে, শনিবার বেলা ১১ টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি’র কবর জিয়ারত করবেন তারেক রহমান। একইদিনে নির্বাচন কমিশন অফিসে এনআইডি রেজিষ্ট্রেশন করার জন্যও আবেদন করবেন তিনি। এছাড়া তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন বলেও জানানো হয়েছে।









