ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ (২৭ ডিসেম্বর) শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হন। এসময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত আছেন দলের শীর্ষ পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করবেন। এর আগে শুক্রবার বিকেলে তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির এই শীর্ষ নেতা। দেশে ফেরার পর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে দলীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়।
পরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে তিনি গুলশানের নিজ বাসভবনে পৌঁছান।









