দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
ফ্লাইটটি রানওয়ে ছাড়ার আগ মুহূর্তে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা ও ফ্লাইটটির সহযাত্রী নসরুল্লাহ খান জুনায়েদ।
বিমান সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। রুটটি লন্ডন হিথরো–সিলেট–ঢাকা এবং উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তারেক রহমান উড়োজাহাজের এ১ সিটে অবস্থান করছেন।
ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৬:১৫ মিনিটে (ঢাকা সময় রাত ১২:১৫ মিনিটে বৃহস্পতিবার) লন্ডন হিথ্রো থেকে প্রস্থান করে। পরিকল্পিতভাবে সিলেটে প্রথম অবতরণ সকাল ৯:৫৫ মিনিটে হবে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমান সকাল ১০:৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। শেষপর্যায়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১:৪৫ মিনিটে অবতরণ করবে।
বিমান প্রশাসন জানিয়েছে, ফ্লাইটের নিরাপত্তা, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং সিকিউরিটি ব্যবস্থায় অতিরিক্ত সমন্বয় করা হয়েছে, যা বিজি-২০২ পরিচালনার গুরুত্ব এবং সংবেদনশীলতার প্রতিফলন।
ওয়ান-ইলেভেন সরকার ২০০৭ সালে তারেক রহমানকে গ্রেপ্তার করে। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি।
ওয়ান-ইলেভেন সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক অনেক মামলা করা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয় এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় তিনি অব্যাহতি পান। তখন থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়।









