যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ (১৩ জুন) শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় (লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায়) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
তারেক রহমান ও ড. ইউনূসের আজকের এই বহুল প্রত্যাশিত বৈঠকে নির্বাচন ইস্যুই প্রাধান্য পাবে। পাশাপাশি বিচার বিভাগীয় সংস্কার, রাজনৈতিক সহিংসতা, নির্বাচনী পরিবেশ, এবং সাম্প্রতিক আলোচিত জুলাই সনদ নিয়েও আলোচনা হতে পারে।
চলমান রাজনৈতিক সংকট, আসন্ন জাতীয় নির্বাচন এবং সম্ভাব্য সমঝোতার পথ খোঁজা—এই ইস্যুগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানিয়েছে বিএনপি।
বর্তমানে চারদিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন ড. ইউনূস। গত ১০ জুন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তিনি বিভিন্ন কূটনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।









