তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ প্রমাণিত হওয়ায় তারেক রহমানকে মোট ৯ বছর কারাদণ্ড এবং ৩ কোটি টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে তারেক রহমানকে সহযোগীতা করা ও মিথ্যা দাবিকে সত্য প্রমাণের চেষ্টা করায় তার স্ত্রী জোবায়দা রহমানকে মোট ৩ বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ জরিমানা অনাদায়ে ১মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আসাদুজ্জামান তাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ২ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপন করার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক, জোবায়দা ও জোবায়দার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলাটি করে দুদক। তদন্ত কর্মকর্তা ২০০৯ সালের ৩১ মার্চ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন।








