যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক মো. আরিফুল ইসলাম। বর্তমানে তিনি জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন আসাদ আলম সিয়াম। সম্প্রতি তিনি পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করায় পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হচ্ছেন তারেক মো. আরিফুল ইসলাম।
তারেক মো. আরিফুল ইসলাম এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।









