তুমুল জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, সম্পাদক এবং চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। বলিউড সিনেমা নিয়ে নিরপেক্ষ তথ্যের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে তার। এবার তার পোস্ট থেকেই জানা গেল, বাংলাদেশি ‘তুফান’ কবে মুক্তি পাচ্ছে ভারতে!
এরআগে শোনা যাচ্ছিলো, ২৮ জুন ভারতসহ বিভিন্ন দেশে একযুগে মুক্তি পাবে ‘তুফান’। কিন্তু ওইদিন বিশ্বের ১৫টি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেলেও ভারতে কবে মুক্তি পাচ্ছে তা নিয়ে ছিলো কিছুটা সংশয়! অবশেষে তরণ আদর্শের পোস্টে জানা গেল ভারতে সিনেমাটি মুক্তির দিনক্ষণ!
শনিবার (২৯ জুন) সোশ্যাল হ্যান্ডেলে ‘তুফান’ ছবির পোস্টার শেয়ার করে তরণ আদর্শ জানান, বাংলাদেশের সুপারহিট ছবি ‘তুফান’ ৫ জুলাই মুক্তি পাচ্ছে ভারতে। সঙ্গে হ্যাশট্যাগে উল্লেখ করেছেন শাকিব খানসহ সিনেমার চার অভিনয়শিল্পীর নাম।
ভারতে সিনেমাটির পরিবেশক এসভিএফ। তার এমন পোস্ট থেকে অনুমান করা যাচ্ছে, ‘তুফান’ শুধু পশ্চিমবঙ্গে নয়, মুক্তি পাচ্ছে ভারতজুড়ে। এরআগে প্রযোজনা সংস্থা থেকে ইঙ্গিত দেয়া হয়েছিলো, ভারতে বাংলা ছাড়াও আরো কয়েকটি ভাষায় ‘তুফান’ মুক্তি পেতে পারে! অনেকেই ধারণা করছেন, ডাবিং সম্পন্ন করতেই এক সপ্তাহ বেশী সময় নিয়েছে প্রযোজনা সংস্থা।
ঈদ উপলক্ষে গত ১৭ জুন বাংলাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। প্রযোজনা সংস্থা ও নির্মাতার পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, মুক্তির ১০ দিনে সিনেমাটি বাংলাদেশ থেকেই আয় করেছে প্রায় ২৫ কোটি টাকা! ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা প্রমুখ।









