মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। জিতে সেই কথাই জানালেন বাংলাদেশের অন্যতম সেরা ডিফেন্ডার তপু বর্মণ। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে জানালেন, দলের পারফরম্যান্সকে দশে দশ দিতে চান তিনি।
ম্যাচের পর অনানুষ্ঠানিক আলাপে নানা প্রশ্নের উত্তর দেন তপু। বলেন, ‘যদি বাংলাদেশের পারফরম্যান্সের কথা বলেন, দলকে আমি অবশ্যই দশে দশ দিব। আমরা মালদ্বীপ থেকে ভালো খেলেছি। প্রথম ম্যাচে ৪৩ বার আমরা ওদের ডি-বক্সে গিয়েছি বল নিয়ে। ১৭টি শট এবং ১১ কর্নার আদায় করে নিয়েছিলাম। মালদ্বীপ মাত্র দুটি কর্নার পেয়েছে।’
ছাত্ররা যদি শিক্ষকের মূল্যায়ন করে, তাতে কোচ হাভিয়ের ক্যাবরেরাকে কত দেবেন? তপু বললেন, ‘কোচকেও আমি দশে দশ দিতে চাই। বাংলাদেশ দলকে সে অনেকবেশি গুরুত্বের সাথে দেখে। আমার কাছে মনে হয় সে অন্যতম সেরা একজন কোচ। আমাদের এবং দলকে নিয়ে তার চিন্তাভাবনা অনেক ইতিবাচক।’
‘আমার কাছে মনে হয় সমর্থক অনেক গুরুত্বপূর্ণ। সমর্থকরা মাঠে এসে আমাদের যেভাবে সমর্থন করছে সেটা দেখে মনে হয়েছে ফুটবল আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো আমরা অনেক উপভোগ করি। সমর্থন ছাড়া আমাদের আসলে মজা লাগে না। যখন খারাপ করবেন তখন অবশ্যই খারাপ বলবে, ভালো করলে ভালো বলবে। এ বিষয়গুলো আমাদের মানতে হবে।’ বললেন তপু বর্মণ।
শনিবার সন্ধ্যার ম্যাচে অতিরিক্ত সময়ে পাপনের করা গোলে মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। অগ্রহায়ণের রাতে কিংস অ্যারেনায় দেশের ফুটবলপ্রেমীরা পেয়েছেন উৎসবের উপলক্ষ। ড্রয়ের দিকে ধাবিত হওয়া ম্যাচে শেষ হাসি বাংলাদেশের, ২-১ গোলের জয়ে। আগের ম্যাচ হারের শোধ নিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি করেন মুজিবুর রহমান জনি।









