বলিউডে ‘স্বজনপ্রীতি’ বা ‘নেপোটিজম’ নিয়ে বিতর্ক অনেকদিন ধরেই। বলা হয়ে থাকে, তারকা সন্তানরা ইন্ডাস্ট্রির ভেতরের মানুষ। সিনেমার ব্যাপারে বিশেষ সুবিধা পান তারা। বাকিরা বহিরাগত! সেই বহিরাগত তালিকাতেই অন্যতম একটি নাম হলো তাপসী পান্নু।
শুক্রবার ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত থ্রিলার ভিত্তিক ছবি ‘দোবারা’। ঠিক তার আগের দিন (১৮ আগস্ট) কলকাতায় যার প্রচারণায় অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সেই প্রচারণায় গিয়েও আবারও ‘বহিরাগত’ প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হলো ‘পিঙ্ক’ খ্যাত এই অভিনেত্রীকে।
সেখানে তাকে প্রশ্ন করা হয় বলিউড ইন্ডাস্ট্রিতে তার সাথে যে বহিরাগতের মতো ব্যবহার করা হয়, তাতে কি খারাপ লাগে? এমন প্রশ্নের উত্তরে নায়িকার স্পষ্ট জবাব, “আমি গর্বিত আমি বহিরাগত। সেজন্যই নিজের প্রযোজনা সংস্থার নামও আমি রেখেছি ‘আউটসাইডার্স’। এর চেয়ে গর্বের আর কী হতে পারে। বাইরে থেকেই সেরা দৃশ্য দেখতে পাওয়া যায়।”
কিছু দিন আগেই সৃজিত মুখার্জি পরিচালিত ‘সাবাশ মিঠু’র প্রচারে কলকাতায় গিয়েছিলেন তাপসী। কয়েক মাসের মাঝেই দু’বার কলকাতা সফর করেছেন। এই শহরের গন্ধ, সংস্কৃতি, মানুষই বার বার এখানে টেনে নিয়ে আসে তাকে। তাইতো সদ্য মুক্তি প্রাপ্ত ‘দোবারা’ ছবির মুক্তির দিন কালীঘাটে মায়ের পূজা দিয়েই পর্দায় উঠেছে। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ কাশ্যপ।







