বাংলা ব্যান্ডের জনক বলা হয় ‘মহীনের ঘোড়াগুলি’কে। সত্তর থেকে নব্বইয়ের দশকে আধুনিক বাংলা গানের ধরন বদলে দিয়েছিলো গানের এই দলটি। এই দলের সবচেয়ে পুরনো ঘোড়াদের একজন তাপস দাস। চিকিৎসাধীন অবস্থায় রবিবার প্রয়াত হলে তিনিও।
‘মহীনের ঘোড়াগুলি’র শেষ ঘোড়া বাপিদা ওরফে তাপস দাস। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। তার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহও শুরু করেছিলেন সংগীত জগতের বহু শিল্পী। কিন্তু রবিবার সকালে সবার চেষ্টা ব্যর্থ করে বিদায় নিলেন এই প্রবীণ শিল্পী।
জানা গেছে, রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে কলকাতায় তার মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাপস দাসের ছবি পোস্ট করে মৃত্যুর খবরটি জানান পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী রুপম ইসলাম।
সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক (১৯৭৭), অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব (১৯৭৮) এবং দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি (১৯৭৯) এই তিন অ্যালবাম ভারতীয় রক মিউজিকের মাইলস্টোন। আশির দশকের গোড়ায় ব্যান্ড ছেড়ে নিজেদের কর্মজগতে ব্যস্ত হয়ে পড়েন সকলে, তবে ১৯৯৫ সালে ফের মুক্তি পায় মহীনের ঘোড়াগুলির ‘আবার বছর কুড়ি পরে’। এই অ্যালবামেরই গান ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’-যা আজকের জেনারেশনের কাছেও ততটাই জনপ্রিয়।







