পারিবারিক একটি ইস্যুকে কেন্দ্র করে বেশকিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধানের জন্য মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে যান কৌশিক হোসেন তাপস ও অপু বিশ্বাস। ডিবি প্রধান হারুন অর রশীদের উপস্থিতিতে তাদের মধ্যে চলমান ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে এসে এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাপস ও অপু বিশ্বাস।
সোস্যাল মিডিয়ায় গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন এর সাথে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথোপকথনের একটি সম্পাদিত ভার্সন প্রকাশের পর গণমাধ্যম ও অনলাইনে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। যা আরো উস্কে দেয় দুদিন আগে চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের সোস্যাল মিডিয়া থেকে প্রকাশিত একটি ভিডিও!
অপুর এই ভিডিও প্রকাশের পর গত ১৭ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়ে একটি অভিযোগ দাখিল করেন গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। সে অভিযোগের প্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ডিবি কার্যালয়ে তলব করা হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।
ডিবি প্রধান হারুন অর রশীদের উপস্থিতিতে কৌশিক হোসেন তাপস ও অপু বিশ্বাসের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে। পরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস জানান তিনি তার ভুল বুঝতে পেরেছেন। যার প্রেক্ষিতে তিনি তার প্রকাশিত ভিডিও সোস্যাল মিডিয়া থেকে মুছে ফেলবেন বলেও জানান।
কৌশিক হোসেন তাপস জানান, কে বা কারা সম্পাদিত অডিও ক্লিপটি প্রকাশ করলো তা তিনি উদঘাটন করতে অনুরোধ করেছেন গোয়েন্দা বিভাগকে।
অপু বিশ্বাস বলেন, তাপস ভাই ও ভাবির মধ্যকার সুন্দর সম্পর্ক আছে ও ছিল তা আমি দূর থেকে দেখেছি। আজ কাছ থেকে ভাইয়ার সাথে কথা বলার পর আমি আরও জানলাম। কেউই ভুলের উর্ধ্বে নয়। আমিও নই। আমি আমার প্রকাশিত ভিডিও সোস্যাল মিডিয়া থেকে মুছে ফেলবো।
কৌশিক হোসেন তাপস বলেন, আমার ও আমার স্ত্রীকে জড়িয়ে গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় প্রকাশিত নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও সংবাদের অবসান চাই। আমরা ভালো আছি। অপু এ ঘটনায় নিজেকে জড়িয়ে কিছু ভুল করেছে। যা সে স্বীকারও করেছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বাংলা চলচ্চিত্র ও গণমাধ্যমের প্রতিটি মানুষ আমার পরিবার। আমি সেই পরিবারেরই অংশ।
সবশেষে অপু বিশ্বাস সংবাদকর্মী ও নিজের ফ্যান ফলোয়ারদের অনুরোধ করেন তার প্রকাশিত ভিডিওটি সকলে যেন মুছে ফেলেন।







