নিজের পরিবারের বাইরে অভিনেত্রী তানজিন তিশার আরেকটি পরিবার রয়েছে। সেই পরিবারের কথা অনেকেই জানেন না! সম্প্রতি জনপ্রিয় এ অভিনেত্রী তার সেই পরিবার প্রকাশ্যে এনে জানিয়েছেন, মাদ্রাসার এতিম শিশুরা তার আরেকটি পরিবার।
তিশার ভাষ্য, দীর্ঘদিন ধরে যাতায়াত করতে করতে এই এতিমরা তিশার পরিবারের মতো হয়ে গেছে। বিষয়টি অনেকে হয়তো জানে না।
সম্প্রতি এতিম খানায় গিয়েছিলেন তিশা। সেখানে তিনি কোমলমতি সেইসব এতিমদের সঙ্গে সময় কাটান। কোনো অভিনেত্রী হিসেবে নয়, তিশা গিয়েছিলেন একজন মানবিক মানুষ হিসেবে। এ কারণে তাকে ভারী পোশাক কিংবা মেকাপের আবরণে দেখা যায়নি।
একটি ছবি তিশা তার পেজে পোস্ট করে লেখেন, আলহামদুলিল্লাহ্, আরেকটি পরিবার। সেই ছবিতে দেখা যাচ্ছে তিশার সঙ্গে হাসিমুখে খোশ মেজাজে রয়েছেন এতিম বাচ্চা। তারা তিশার সঙ্গে ভিক্টরি চিহ্ন দেখিয়ে হাসছেন। তিশার অনুসারীরা ছবির নিচে প্রশংসা জানিয়ে মন্তব্য করেন।
চ্যানেল আই অনলাইনকে তানজিন তিশা বলেন, এতিম বাচ্চাদের সঙ্গে কোনো চিন্তা মাথায় নিয়ে দেখা করতে যাইনা। ওরা আমার অনেকদিনের পরিচিত। অনেকগুলো এতিমখানা মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে প্রতিমাসে দেখা হয়। এ কারণে ওরা আমার কাছে আরেকটি পরিবার হয়ে গেছে।
তিনি বলেন, পুরোপুরি নিজের ভালো লাগা থেকে সময় পেলে ওদের সঙ্গে সময় কাটাই। ওদের সঙ্গে যতটুকু সময় থাকি, ওদের কথা শুনি মনের মধ্যে অন্যরকম শান্তি পাই। ওরাও আমাকে দেখে অনেক খুশি হয়। আমি আসলে ভালো লাগা থেকে ওদের সঙ্গে দেখা করি, ওদের পাশে থাকি।









