চট্টগ্রাম থেকে: ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না লিটন দাসের। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি তাকে। যদিও বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে শেষ দুটি ম্যাচে রান পেয়েছেন লিটন। ছিল ঝড়ো সেঞ্চুরিও। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তার ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যার উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তানজিদ বলছেন, লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবেন।
ওয়ানডেতে শেষ একবছরে ব্যাটে আলো ছড়াতে পারেননি লিটন। শেষ পাঁচ ইনিংস করেছেন সবে ৬ রান। টি-টুয়েন্টি ফরম্যাটের বিপিএলেও ফর্ম ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিন বিধ্বংসী এক সেঞ্চুরি করে স্বরূপে ফেরার বার্তা দিয়েছেন লিটন। ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার আগের ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেন। সেটির আগে টানা তিন ইনিংসে আউট হন এক অঙ্কে, একাদশে সুযোগও মেলেনি এক ম্যাচে। তাই লিটনের বাদ পড়াটা বাস্তবতা হিসেবে নিচ্ছেন তানজিদ।
বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে বৃহস্পতিবার। সাগরিকায় আসরের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। আগেরদিন জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সেরে নিয়েছে ঢাকা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে লিটনকে মিস করবেন জানান তানজিদ।
টাইগার ওপেনার বলেছেন, ‘ভালো না খেললে আমাদের বাদ পড়তে হবে। এটা আমাদের সবারই মেনে নিতে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও ওনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব যে, তাড়াতাড়ি, উনি যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন আপনারা দেখেছেন যে ওনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।’
‘আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবেন। আমি অনেক ভাগ্যবান। কেননা ওনার বড় ভক্ত। ওইপাশ থেকে ওনার ব্যাটিং দেখাটাও একটা, তো কী বলব, আমি অনেক উপভোগ করেছি ওনার ব্যাটিং। চোখ জুড়ানো, ওনার সব শটগুলো।’
দল হিসেবে ঢাকা ক্যাপিটালস ভালো অবস্থানে নেই। লিটন-তানজিদের সেঞ্চুরিতে শেষ ম্যাচে দাপুটে জয় পেলেও আসরে নিজেদের প্রথম ছয় ম্যাচে টানা হেরেছে দলটি। আগামী ম্যাচগুলোতে জিতে প্লে-অফ নিশ্চিত করতে চান তানজিদ।
‘আসলে এখন অনেক গুরুত্বপূর্ণ খেলা হবে। আমাদের আর পাঁচটা ম্যাচ আছে। পাঁচটা ম্যাচের মধ্যে আমাদের সব জিততে হবে। ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য সবগুলো। চেষ্টা থাকবে যে পাঁচটা ম্যাচ আছে টুর্নামেন্টে সেখানে আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো। কালকে যে খেলা আছে আমরা শুধু এটায় ফোকাস করতে চাই। প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমরা যদি সফল হতে পারি, এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব।’









