বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে চলে গেলেন চিত্রনায়িকা তানিন সুবহা, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১০ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
তারা জানান, গেল এক সপ্তাহ ধরে ঢাকা ধানমণ্ডিস্থ একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তানিন সুবাহ। তার কিডনি, ব্রেইন, চোখ, হার্ট কোনো কিছুই কাজ করছিলো না। অবশেষে পারিবারিক সিদ্ধান্তে মঙ্গলবার রাত ৭ টা ৫৭ মিনিটে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়।
মৃত্যুর সময় তানিন দুই কন্যা সন্তান রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।
চলতি মাসের শুরুতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আফতাবনগর নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলে ফের সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিলে তানিনকে আইসিইউতে রাখা হয়।
এরপর অবস্থার অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে ছিলেন এই নায়িকা।
প্রায় এক যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়।
‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখিয়ে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।









