বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শোবিজের পরিচিত মুখ তানিন সুবহা। অভিনেত্রীর পারিবারিকসূত্রে জানা যায়, বুধবার (১১ জুন) রাতে মাদারীপুরের নিজ এলাকায় তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিন বাদ মাগরিব কয়ারিয়া ঈদগাহ মাঠে তানিন সুবহার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মোল্লার হাট বায়তুল আমান জামে মসজিদে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
প্রয়াত অভিনেত্রীর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হয় তার বাবা মো. ইদ্রিস হাওলাদারের কবরের পাশেই।
গত ২ জুন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন তানিন। পরে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় স্বামীর সম্মতিতে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলে মারা যান তিনি।
আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন তানিন। এরপর ছোটপর্দার পাশাপাশি সিনেমা এবং পার্লার ব্যবসাতেও যুক্ত ছিলেন তিনি।
তানিনের অকালমৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন এবং তাকে স্মরণ করছেন শ্রদ্ধার সঙ্গে।









