দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শ্রীনগরে আবারও চালু হলো বহু পুরনো ও ঐতিহ্যবাহী ঝুমুর সিনেমা হল। ঈদুল আযহার দিন শাকিব খানের নতুন ছবি তাণ্ডব প্রদর্শনের মধ্য দিয়ে হলটির পুনরায় পথচলা শুরু হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়নে করেছেন সৈয়দপুরের ‘তামান্না সিনেমা হল’-এর মালিক মোশাররফ আলী আকাশ চৌধুরী।
চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝুমুর সিনেমা হলের ব্যবস্থাপক জানান, “দীর্ঘদিন পর হলটি আবার চালু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের মনে হচ্ছে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার জাগছে, আর সেই আশাবাদের জায়গা থেকেই আমরা হলটি সংস্কার করে নতুন স্ক্রিন ও সাউন্ড সিস্টেম বসিয়ে আবার চালু করেছি।”
তিনি আরও বলেন, “গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছিলাম শাকিব খানের সিনেমাগুলো দারুণ সাড়া পাচ্ছে—প্রিয়তমা, তুফান, বরবাদ—সবই ব্লকবাস্টার। সেই ধারাবাহিকতায় এবার ঈদে তাণ্ডব দিয়ে আমরা হলটি নতুনভাবে চালু করেছি। প্রথম দিন দর্শক কিছুটা কম থাকলেও দ্বিতীয় দিন থেকেই উপচে পড়া ভিড় দেখছি। মানুষ আগ্রহ নিয়ে হলে আসছে, এটিই আমাদের প্রেরণা।”
হলটির বর্তমান আসন সংখ্যা ৮০০। নতুন লাইটিং ব্যবস্থা, বসার আসনের সংস্কার, উন্নত সাউন্ড ও স্ক্রিনসহ সব দিক থেকেই আধুনিকায়ন করা হয়েছে বলে জানান মোশাররফ আলী আকাশ চৌধুরী।








