সাভারের কেপিজে হাসপাতালে হার্টে রিং পরানোর পর শারিরীক অবস্থার উন্নতি হয়েছে তামিম ইকবালের। তবে পারিবারিক সিদ্ধান্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে।
মঙ্গলবার সন্ধ্যায় তামিমকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। তামিমের পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।
আপাতত তামিমের কোনো শারীরিক জটিলতা নেই। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর তার প্রাথমিক ঝুঁকি কমেছে। তবে তামিমকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখার কথা বলেছিলেন চিকিৎসকরা। মঙ্গলবার হাসপাতালে তামিমকে দেখতে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফরও একই পরামর্শ দিয়েছিলেন।
তবে আরেকটু ভালো সুযোগ-সুবিধা পেতে এবং ঢাকার ভেতরে নিয়ে আনতেই হাসপাতাল পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে পরিবার। পরিবারের চাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে কেপিজে হাসপাতালে মেডিকেল বোর্ড বসে। পরে তাদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল বদল করতে চাইলে এই মুহূর্তে ঝুঁকি খুব একটা নেই। তামিম নিজেও এই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর বলেছিলেন, ‘তামিম ইকবালের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তামিম কথা বলছেন এবং খাওয়া-দাওয়া করছেন। হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। তামিমকে আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ সময় তিনি বাসায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। খেলায় ফেরার বিষয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।’









