বিপিএলে এবারসহ মোট তৃতীয়বার ফাইনালে খেলবেন তামিম ইকবাল। আগের দুবারই চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৯ আসলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর গতবছর ফরচুন বরিশালের হয়ে শিরোপা জিতেছেন। এবারও তার নেতৃত্বে ফাইনালে খেলবে বরিশাল। শিরোপামঞ্চে নামার আগে তামিম জানালেন, শান্ত থাকার কথা। বললেন, ফাইনাল নিয়ে বেশিকিছু ভাবছেন না।
শুক্রবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে এবারের আসরের ফাইনাল। শিরোপা মঞ্চে চিটাগং কিংসের বিপক্ষে নামবে গতবারের চ্যাম্পিয়ন বরিশাল। আগেরদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে নিয়েছে দলটি। শেষে সংবাদ সম্মেলনে আসেন তামিম। জানালেন এবারও শিরোপা জিততে চান।
‘যে দল বেশি শান্ত থাকবে, সে দলেরই জেতার সুযোগ বেশি। কোয়ালিফাই ম্যাচগুলোতে এবার আমি বেশি চাপে ছিলাম। ফাইনাল খেলার সৌভাগ্য এরআগে দুবার আমার হয়েছে। কুমিল্লার সাথে একবার, বরিশালের সাথে একবার। সাধারণত ফাইনাল নিয়ে আমি বেশিকিছু ভাবি না।’
‘আশা করি কালকের দিনটাও এরকমই যাক। আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেকবেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাসনেস কাজ করে, আর যদি চাপ সরাতে না পারেন, তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে, তাদের সুযোগ বেশি থাকবে।’
আসরে তারকাসমৃদ্ধ দল বরিশাল। জাতীয় দলের আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়ের মতো ক্রিকেটার। বিদেশিদের মধ্যে আছেন ডেভিড মালান, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবীর মতো তারকারা।
ফাইনালের আগে নিউজিল্যান্ড তারকা জেমস নিশামকেও দলে নিয়েছে দলটি। জাহানদাদ খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদিরা দলটির হয়ে এবারের আসরে খেলেছেন। দলের এমন সাফল্যে ক্রিকেটারদের অভিজ্ঞতাকে মূলমন্ত্র বলছেন তামিম।
‘আমাদের দলের ক্রিকেটাররা বেশ অভিজ্ঞ। ভিন্ন ভিন্ন চাপ তারা বিভিন্ন সময়ে মোকাবেলা করেছে। ওগুলোকে অনেক সময় পার করেছে, অনেক সময়ে ফেল করেছে, আবার চেষ্টা করে হয়ত পেরেছে। অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার। এছাড়া আমাদের দলে যারা খেলছে ওদের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন, আমাদের ফ্র্যাঞ্চাইজিতে ভেরি রিল্যাক্স কালচার। আমরা কোনকিছুই সীমার বাইরে করি না, জিতলেও না, হারলেও না।’
‘সবসময় আমাদের ক্রিকেটারদের একটা কথাই বলি, এই টুর্নামেন্টে যেটাই হোক না কেনো, আমরা জিতি বা হারি, আমাদের দলে একটা জিনিস গ্যারান্টেড। সেটা হচ্ছে ক্রিকেটারদের উপর সম্মান। এটা গ্যারান্টেড, অন্যকিছু না। আমরা চ্যাম্পিয়ন হতে পারি, নাও হতে পারি, প্রথম রাউন্ডেই বাদ যেতে পারি, তবে একটা জিনিস গ্যারান্টেড, এটা হচ্ছে সম্মান। পারফরম্যান্সের কারণে আপনাকে খুব বেশি ভালোবাসা দেয়া হবে না, আবার খারাপ খেলার কারণে খারাপ ব্যবহার করা হবে না। মনে করি এটাই আমদের উন্নতির কারণ।’









