ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ে, দুপুরে পরানো হয় রিং। বিকেলে জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনারের, পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আপাতত শারীরিক উন্নতির পথে তামিম। সংকটময় পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়া চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিকেএসপির পাশে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে (বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল) চিকিৎসাধীন আছেন তামিম ইকবাল। কার্ডিয়াক কেয়ার ইউনিটে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিকেএসপি এবং কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল টিমের প্রতি সময়োপযোগী এবং বিশেষজ্ঞ হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিবৃতিতে বলেছেন, ‘এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আমরা সকল চিকিৎসক এবং বিশেষজ্ঞদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তামিমের প্রতি উদ্বেগ প্রকাশের মাধ্যমেই বোঝা যায় যে তিনি জাতির কাছে কতটা ভালোবাসা এবং প্রশংসা পাচ্ছেন।’
‘বিসিবি তার স্বাস্থ্যের উপর নিবিড় নজর রাখছে এবং হাসপাতালের মেডিকেল টিমের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। তামিমের দ্রুত আরোগ্য নিশ্চিত করার জন্য বোর্ড সকল প্রকার সহায়তা এবং সহায়তা প্রদান করতে প্রস্তুত।’
তামিমের বিষয়র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সাথে বিসিবির সার্বক্ষণিক যোগাযোগের কথা জানিয়েছেন ফারুক আহমেদ।
তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিসিবি ও তামিমের পরিবার। পাশাপাশি তার অবস্থা সম্পর্কে জানতে ভক্ত-সমর্থকদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছে বিসিবি।









