ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হলেও ঢাকাতে নেয়া হয়নি তামিমকে। এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় না নেয়াকে ভালো সিদ্ধান্ত বলছেন চিকিৎসকরা।
সাভার কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন তামিম। এনজিওগ্রাম করালে হার্টের ব্লক ধরা পড়ে তার। পরে রিং পরানো হয়। আপাতত জ্ঞান ফিরেছে তামিমের। চিকিৎসকরা বলছেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সে তুললে হয়তো তামিমকে ফিরে পেতাম না।’
তামিমের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে সাংবাদিকদের হাসপাতালটির পরিচালক রাজিব বলেছেন, ‘যত ধরনের চিকিৎসা প্রয়োজন, সবকিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশনটা অনুকূলে আছে। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়েছে। এটা খুব স্মুথলি এবং এফিশিয়েন্টলি হয়েছে। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন।’
এখনো পুরোপুরি জটিলতা কাটেনি বলে জানান ডা. রাজিব, ‘একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। স্টেন্ট বসানোর পর তিনি অবজার্ভেশনে আছেন। ক্রিটিক্যাল কন্ডিশন এখনো কাটেনি, একটু সময় লাগবে।’









