সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ে তার, পরানো হয় রিং। জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনারের, পরিবারের সঙ্গে কথাও বলেছেন তিনি। আপাতত শারীরিক উন্নতির পথে তামিম।
বিকেএসপির পাশে সাভারের কেপিজে হাসপাতালে (বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল) চিকিৎসাধীন আছেন তামিম ইকবাল। কার্ডিয়াক কেয়ার ইউনিটে তাকে দেখে এসে শারীরিক অবস্থার সবশেষ তথ্য দেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তামিমের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে৷ যদিও কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন, সেটাই স্বাভাবিক নিয়ম। হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক।’
তামিমের অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন। তাই ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ডাক্তাররা আশাবাদী একদিনের মধ্যে অবস্থার আরও উন্নতি হবে। দেবশীষ বললেন, ‘আমরা খুবই আশাবাদী যে, একদিনের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ উন্নতি দেখতে পাবো।’









