এনসিএল টি-টুয়েন্টিতে তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে ১৮২ রানের সংগ্রহ গড়েছিল চট্টগ্রাম। লক্ষ্যতাড়ায় নেমে বড় চ্যালেঞ্জর মুখোমুখি হয়েছিল বরিশাল। জয়ের জন্য শেষ ওভারে বরিশালের দরকার ছিল ২৫ রান। সেখান থেকেই বরিশালকে চোখ জুড়ানো জয় এনে দিয়েছেন সালমান হোসেন ইমন।
১৯তম ওভার শেষে বরিশালের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৫৮ রান। ২১ বলে ২৭ রান করা সালমানকে সঙ্গ দিচ্ছিলেন ১ বলে ১ রান করা মইনুল ইসলাম। চট্টগ্রামের হয়ে শেষ ওভারে বলে আসেন আগের তিন ওভারে ১৯ রান খরচ করা ইরফান হোসেন। প্রথম বলে ডট আদায় করে নেন তিনি। হিসেব দাঁড়ায় ৫ বলে ২৫ রান। এরপরই ঝলক দেখান সালমান।
দ্বিতীয় ও তৃতীয় বলে ইফরানকে ছক্কা ছক্কা হাঁকান। চতুর্থ বলে আদায় করেন চার। প্রথম চার বলে ১৬ রান আদায়ের পর বরিশালের চ্যালেঞ্জ ছিল ২ বলে ৯ রান। পঞ্চম বলে ফের ছক্কা হাঁকান সালমান। পাশাপাশি ইরফানও নো বল করে বসেন। একটি বল বেশি পায় বরিশাল। ফ্রি হিটের বাড়তি বল থেকে কোনো রান আদায় করতে পারেননি সালমান। তবে শেষ বলে ৪ মেরে দলের জয় নিশ্চিত করেন। ২ চার ও ৪ ছক্কায় ২৮ বলে ৫৩ রান করেন বরিশাল ব্যাটার। তাতে চাপা পড়ে তামিমের ৫৪ বলে ৯১ রানের ইনিংস।
চার ম্যাচে বরিশালের দ্বিতীয় জয় এটি। সমান ম্যাচে চট্টগ্রামও জিতেছে দুটিতে।









