ভারতে হওয়া ২০২৩ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডেই তামিম ইকবালের ‘শেষ’ হয়ে থাকল। পরে নানা কারণে জাতীয় দলের বাইরে আছেন দেশসেরা ওপেনার। আর ফেরার সম্ভাবনাও নেই। বিষয়টি তামিম নিজেই জানালেন।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আলোচনায় আসে জাতীয় দলে তামিমের ফেরা নিয়ে। কিন্তু সেটি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি, এমনকি বিসিবিও তার ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি। এরমাঝে না ফেরার কথা শোনা গেল তামিমের কণ্ঠেই।
পাকিস্তানের তারকা সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও আলাপনে দেখা যায়, শুক্রবার রাতে আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবীর সঙ্গে নৈশভোজ করছেন আফ্রিদি। পাশে ছিলেন তামিম এবং শাহীন আফ্রিদিও। খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম-আফ্রিদি ও নবীরা।
আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’
তামিম বলেছেন, ‘জাতীয় দল থেকে… জাতীয় দলে আর খেলছি না।’ একপর্যায়ে তামিমও আফ্রিদিকে জিজ্ঞেস করেন- তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? আফ্রিদি মজা ও খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসছি না।’ তখন সবাই একইসঙ্গে হেসে ওঠেন।
পরে আফ্রিদি বলেন, ‘তুমি এখনও তরুণ, খেলতে থাকো, অবসর নেয়ার কী প্রয়োজন। এখনও ভালো খেলছ, অনুশীলনে সময় দিচ্ছ অনেক।’
চলতি বিপিএলে তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালে খেলছেন নবী ও শাহীন আফ্রিদি। অন্যদিকে, শহীদ আফ্রিদি আছেন চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে।









