সাভারের বিকেএসপিতে সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে বিকেএসপির পাশে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সারাদেশ তামিমের জন্য উৎকণ্ঠায় ছিল।
মঙ্গলবার সকালে তামিম ইকবালের চিকিৎসার খোঁজ নিতে সাভারের কেপিজে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মো. আবু জাফর। তামিমের অবস্থা পর্যবেক্ষণের পর সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, তামিম ইকবাল এখন শঙ্কামুক্ত।
অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ‘আমাদের জাতীয় সম্পদ জাতীয় দলের সাবেক খেলোয়াড় তামিম ইকবাল। তিনি একজন ন্যাশনাল সেলেব্রেটি। আমাদের এ হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা করে তামিম ইকবালকে কোথাও যেতে মানা করেছিলেন। সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি ঢাকায় যেতে চেয়েছিলেন।’
‘আপনাদের সকলের দোয়ায় আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল সুস্থ। জাতীয় হৃদরোগ হাসপাতালের স্বনামধন্য ডাক্তারকে নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা আশাব্যঞ্জক। তিনি এখন শঙ্কামুক্ত।’









