চলে গেলেন তামিল কমেডিয়ান অভিনেতা মায়িলসামি। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। অসংখ্য তামিল সিনেমায় কমেডি এবং রসে ভরপুর ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ এই অভিনেতা। শনিবার আচমকাই অসুস্থতা অনুভব করেন তিনি। তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চেন্নাইয়ের রামচন্দ্র হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
৩৯ বছরের অভিনয় ক্যারিয়ারে ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন মায়িলসামি। প্রবীণ পরিচালক এবং অভিনেতা কে ভাগ্যরাজের ‘ধাভানি কানাভুগাল’ ছবির হাত ধরে অভিনেতা হিসাবে অভিষেক করেছিলেন তিনি। তামিল চলচ্চিত্র শিল্পে কমেডিতে অভিনয় করে নিজের পদচিহ্ন রেখে গিয়েছেন তিনি।
‘ধুল’, ‘ভাসিগারা’, ‘ঘিল্লি’, ‘গিরি’, ‘উথামাপুথিরান’, ‘ভিরাম’, ‘কাঞ্চনা’ এবং ‘কাঙ্গালাল কাইধু সে’ ছবির জন্য মায়িলসামি সেরা কমেডিয়ানের জন্য তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
একজন প্রশংসিত স্টেজ পারফর্মার, স্ট্যান্ড-আপ কমেডিয়ান, টিভি হোস্ট এবং থিয়েটার শিল্পী ছিলেন মায়িলসামি। এছাড়াও তিনি চেন্নাইয়ের সান টিভিতে আসাথাপোভাথু ইয়ারুতে নিয়মিত অতিথি বিচারক ছিলেন।
সম্প্রতি তাকে দেখা গিয়েছে ‘নেনজুকু নিধি’, ‘ভিটলা বিশেশাম’ এবং ‘দ্য লেজেন্ড’ এর মতো ছবিতে। কমেডিয়ান অভিনেতার মৃত্যুতে নেটমাধ্যমের পাতায় শোক প্রকাশ করেছেন অনুরাগী এবং সহকর্মীরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







