তামিল অভিনেতা বিজিলি রমেশ মারা গেছেন। সোমবার, ২৬ অগাস্ট রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রমেশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৬।
দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসা চলছিল তাঁর। সম্প্রতি অভিনেতার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার খরচের জন্য বিজিলির সহশিল্পীদের কাছে আর্থিক সাহায্যও চাওয়া হয়েছিল। মারা যাওয়ার আগে অভিনেতা পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন বলেও জানা যাচ্ছে। মাল্টিপল অর্গান ফেইলিউরের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজিলি রমেশ ছিলেন রজনীকান্তের বড় ভক্ত। তিনি রজনীকান্তের প্রতিটি ছবি দেখেছেন। অভিনেতার সঙ্গে অভিনয় করার ইচ্ছা ছিল তার। সম্প্রতি এক ভিডিওতে তিনি বলেছিলেন, ‘আমি সকল তারকার সঙ্গে অভিনয় করতে চেয়েছিলাম। কিন্তু পারলাম না। বিশেষ করে আমার গুরু, রজনীকান্ত। আমার এখন সবচেয়ে বড় ইচ্ছা হলো রজনী স্যারের সঙ্গে অভিনয় করা। কিন্তু তা হলো না।’
২০১৮ সালের একটি প্র্যাংক ভিডিওর পর থেকে রমেশ সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। ২০১৯ সালের সিনেমা ‘নাতপে থুনাই’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রমেশের। এরপর বিভিন্ন সময় ছোটপর্দায় অভিনয় করতে দেখা গেছে তাকে।
অভিনেতার অকাল প্রয়াণে শোকাহত তামিল ইন্ডাস্ট্রি। আজ মঙ্গলবার চেন্নাইতে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস









