২৩ জানুয়ারি গুণী অভিনয়শিল্পী রিচি সোলায়মানের জন্মদিন। এ বছর তিনি দেশেই এই বিশেষ দিনটি উদযাপন করছেন। বিয়ের পর আমেরিকা-বাংলাদেশ যাওয়া-আসার মধ্যেই থেকেছেন তিনি। যদিও দেশের প্রতি, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সন্তানদের টান যাতে আরো প্রগাঢ় হয়, সেজন্য পাঁচ বছর আগেই ছেলে রায়ান ও মেয়ে ইলমাকে দেশের স্কুলে ভর্তি করিয়েছেন রিচি সোলায়মান।
২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকা প্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি স্বামী-সন্তান-সংসারের অনেক অজানা তথ্য রিচি সোলায়মান শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের অষ্টম পর্বে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে রিচি সোলায়মান জানিয়েছেন, আমেরিকায় সব কাজ নিজেদেরই করতে হয়। এমনও হয়েছে, একসাথে ৭০-৮০ জনের জন্য রান্না করি। ঈদের সময় ৬০-৬৫টি পরোটাও ভাজতে হয়। আনন্দ নিয়ে ওসব কাজ করি। আমার ডাক নাম ‘মুন্নী’। আমার হাতের ‘চিকেন’ ডিশ অনেক জনপ্রিয় হওয়ায় মজা করে অনেকে আমাকে ‘মুরগী মুন্নী’ বলে ডাকে।
রিচি সোলায়মান বলেন, কিছুদিন আগে স্বামী-সন্তানদের নিয়ে ওমরাহ হজ করতে গিয়েছিলেন এবং সেখানে একজন বিশেষ মানুষের জন্য মন খুলে দোয়া করেছেন তিনি। কে রিচি সোলায়মানের সেই বিশেষ মানুষ? জানা যাবে পডকাস্টে। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।









