Site icon চ্যানেল আই অনলাইন

‘কাঁচামাল আমদানি হচ্ছে, তাহলে সিনেমায় সমস্যা কোথায়?’

হিন্দি সিনেমা আমদানি করতে বদ্ধপরিকর দেশের সিনেমা হল মালিকরা। তাদের কথা, দেশের সিনেমাগুলো দিয়ে সিনেমা হল টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তাই সিনেমা হল বাঁচিয়ে রাখতে হিন্দি ছবির উপর শেষ ভরসা করতে হচ্ছে। এ কারণে বছরে অন্তত ১০টি হিন্দি সিনেমা আমদানি করতে চায় প্রদর্শক সমিতি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আওয়াল হোসেন উজ্জ্বল চ্যানেল আই অনলাইনকে বলেন, সবকিছুর অবাধ বাণিজ্য হচ্ছে। সংকট কাটাতে সুষ্ঠু নীতিমালার মাধ্যমে ভারত থেকে কাঁচামাল (চাল, ডাল, পেয়াজ, গরু) আমদানি করা হচ্ছে। তাহলে সিনেমা সংকট থাকলে আমদানিতে সমস্যা কোথায়?

চাহিদামত সিনেমা নির্মাণ হচ্ছে না, তাই সিনেমা হল টিকিয়ে রাখতে হিন্দি ছবি দরকার উল্লেখ করে প্রদর্শক সমিতির এই নেতা বলেন, আমরা বছরে ১০টি করে হিন্দি ছবি চাই। এক্ষেত্রে শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি সবার সঙ্গে আলোচনা করেছি। তারা সম্মতি দিয়েছিলেন।

‘আমরা এমন কিছু করবো না যাতে নিজেদের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি হয়। আলোচনার ভিত্তিতে হিন্দি সিনেমা মুক্তির নীতিমালা পরিবর্তন করতে চাই।’

বছরে ১০টি হিন্দি ছবি মুক্তি পেলে দর্শকদের হলে আসার মাইন্ড সেট হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ৫২ সপ্তাহে আমরা ১০টি হিন্দি সিনেমা চাই।

‘আমাদের দেশ থেকেও ১০টি সিনেমা ইন্ডিয়াতে রিলিজ হবে। সেখানে যেন গুরুত্ব পায় সেদিকও আমরা মাথায় রাখছি। সব সমিতি মিলিয়ে আমাদের চাওয়া এটা। অন্যসময়ে আমাদের বছরে দু-চারটি সিনেমা ভালো পাই। তবে ঈদ কিংবা বড় উৎসবে আমরা দেশের ছবিকে অবশ্যই গুরুত্ব দেব।’

এতে করে আরও ভালো সিনেমা নির্মাণে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করেন সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি বলেন, শিল্পী নির্মাতা প্রতিযোগিতায় টিকতে ভালো ভালো কাজ করবে। আমি মনে করি এতে আমাদের ইন্ডাস্ট্রি লাভবান হবে।

”বাংলাদেশ সবকিছু আমদানি রপ্তানি খুব সহজ। শুধু সংস্কৃতি ও সিনেমার বিনিময়ের ক্ষেত্রে কড়াকড়ি। তাই হিন্দি ছবি মুক্তির প্রক্রিয়া সহজ করার পক্ষে আমরা। এতে সরকার যে হাজার কোটি টাকা লোন দিচ্ছে সেই টাকা নিয়ে হল সংস্কার করে লোন পরিশোধ করতে সুবিধা হবে।”

প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক জানান, তাদের এই দাবি গত তিন বছরের। বর্তমানে হল সংখ্যা ৭০টির মত। আরও আগে এই দাবির বাস্তবায়ন হলে এতদিন হলগুলো বন্ধ হতো না। তিনি আরও জানান, যেহেতু এ দাবি নিয়ে সবাই নড়েচড়ে বসেছেন এবার তারা একটা ফলাফল নিয়েই ছাড়বেন।

বলেন, বর্তমানে হিন্দি ছবি আমদানির বিষয়টি মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছে। চলতি সপ্তাহেই হিন্দি ছবি আমদানির ‘গ্রিন সিগন্যাল’ পেলে হয়তো ৩ কিংবা ১০ ফেব্রুয়ারি দেশের সিনেমা মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’।

Exit mobile version