আফগানিস্তানে তালেবান নেতা মোল্লা ওমরের দাফনের স্থান ৯ বছর পর প্রকাশ করা হয়েছে।
রোববার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সংগঠনটির প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের কবরের ছবি প্রকাশ করেন।
মোল্লা ওমরের কবরস্থান আফগানিস্তানের জাবুল প্রদেশের সুরি জেলার ওমরজোরের কাছে অবস্থিত। তালেবানের জ্যেষ্ঠ নেতারা গতকাল মোল্লা ওমরের কবরস্থানে একটি অনুষ্ঠানে যোগ দেন।
সেসময় জাবিহুল্লাহ মুজাহিদ জানান, যেহেতু তালেবানের অনেক শত্রু ছিল, দেশটি দখল করা হয়েছিল, তাই মোল্লা ওমরের সমাধির ক্ষতি এড়াতে তথ্যটি গোপন রাখা হয়েছিল।
২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় তালেবান ক্ষমতাচ্যুত হয়। সেসময় তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের স্বাস্থ্য ও তার অবস্থান সম্পর্কে নানা গুজব ছড়িয়ে পড়ে। অবশেষে ২০১৫ সালের এপ্রিলে মোল্লা ওমর দুই বছর আগে মারা গেছেন বলে স্বীকার করে তালেবান।
২০ বছরের যুদ্ধ শেষে গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ত্যাগ করলে তালেবান সরকার পুনরায় ক্ষমতায় আসে।







